সেতু দেবে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় সেতু দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের ১১টি জেলার যানবাহন। ভিন্ন পথে ভোগান্তিতে চলছে যান।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করে সড়ক ও জনপথ বিভাগ। ফলে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ জেলার যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, গত চার থেকে পাঁচ দিন আগে পুরাতন ভুইয়াগাঁতী সেতুটির পাটাতন ছয় ইঞ্চির মতো দেবে যায়। ওই অবস্থায় যান চলাচল অব্যাহত ছিল। সন্ধ্যার পর থেকে সেতুটির একটি পাটাতন প্রায় ২/৩ ফুট দেবে যায়। ফলে এ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ চলছে। আশা করছি রাতের মধ্যেই সড়কটি নির্মাণ শেষ হবে। ভোর থেকে এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আশরাফুল।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। ঝুঁকি এড়াতে এ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ। তবে যানবাহনগুলো বিকল্প পথে চান্দাইকোনা-সিরাজগঞ্জ ও ধুনট-কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে যানবাহনগুলো চলাচল করছে।