সিরাজগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন এর বিচক্ষণতায় ভুয়া ডাক্তার মাসুদ ইকবাল গ্রেফতার।
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন ডা.জাহিদুল ইসলাম এর বিচক্ষণতায় ভুয়া ডাক্তার মাসুদ ইকবাল গ্রেফতার। তিনি প্রথমে নিজেকে এম.বি.বি.এস চিকিৎসক এবং এ্যনেসথেসিয়া তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং করেছেন বলে পরিচয় প্রদান করেন।
পরবর্তীতে জেরার মুখে ভুয়া ডাক্তার জানায় উনি বেলকুচি উপজেলার ইউনাইটেড জেনারেল হাসপাতালের ওটি বয় সন্তোষ এর মধ্যস্থতায় ব্যাবস্থাপনা পরিচালক শামিম রেজার মাধ্যমে ৫ দিন আগে নিয়োগ প্রাপ্ত হয়ে কাজ করে আসছিলেন।এর মাঝে তিনি গত কয়েকদিনে বেশ কিছু আল্ট্রাসনোগ্রাম ও এ্যনেসথেসিয়ার কাজও করেছেন।
পরে যোগাযোগ করে জানা যায় এই নামে কোন ট্রেনী গত ৩ বছরে ছিল না। পরবর্তীতে সিভিল সার্জন লিখিত অভিযোগ এর মাধ্যমে এই ভুয়া ডাক্তার কে সদর থানায় সোপর্দ করেন।
উনি নিজেকে একজন SACMO হিসেবে দাবি করেন। উনার বাড়ী গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে । পরে এই ভুয়া ডাক্তার কে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।