সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবারে।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা -২০১৯ আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ৩ টায় যমুনা নদীর হার্ডপয়েন্ট হতে মতি সাহেবের ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই নৌকা বাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা, পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা,ক্লাব,সংগঠনের ছিপ, কোষা, পানসি নৌকা নিয়ে অংশ গ্রহন করবে বলে জানা যায়।
ওই দিন বিভিন্ন রংয়ে, ঢংয়ে নৌকার মাঝি – মাল্লারা বাদক যন্ত্র বাজিয়ে সূরের মূচ্ছনায় গান, গীত গেয়ে প্রতিযোগিতায় করবে এবং কেউবা আবার রং ঢং য়ে সং সেজে ভেলা, নৌকা নিয়ে নদীতে ভাসবে। যমুনানদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে, নারি-পুরুষ অধীর আগ্রহ অপেক্ষায় করছেন বলে জানা যায়।