সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজের ৩দিন পর এইচ এস সি পরীক্ষার্থী স্মরণের লাশ উদ্ধার।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর এইচএসসি পরীক্ষার্থী স্মরণের(১৮) ভাসমান লাশ উদ্ধার করেছে স্বজনরা। রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্মরণ যমুনা নদীর ৩নং ক্রসবার বাঁধ এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্মরণ সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। স্থানীয়রা জানায়, দুপুরে বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশের পিলারের নিচে স্মরণের ভাসমান লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়া হয়। পরে তারা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, স্থানীয়দের সহায়তায় নিহতের স্বজনেরা লাশটি উদ্ধার করেছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্মরণ তার তিন বন্ধু সাকিব, শান্ত ও ইমনের সাথে যমুনা নদীর ৩ নং ক্রসবার বাঁধের মাথায় গোসল করতে যায়। তারা নদীতে সাঁতার কাঁটার একপর্যায় প্রবল স্রোতে ডুবে যায় স্মরণ।