সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নুরনবী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরনবী গোপালপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম জানান, গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরনবীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ৪/৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, সংঘর্ষে আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।