সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী’র জানাজা ও দাফন কার্য সম্পন্ন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার, সংগঠক, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র প্রথম জিএস,
দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়ার সাবেক ব্যুরো প্রধান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাদ মাগরিব নামাজ শেষে সিরাজগঞ্জ সরকারি কলেজে মাঠ প্রাঙ্গনে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়েছে। পরে জানাজা অনুষ্ঠিত শেষে মালশাপাড়া পৌর কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে।
এসময় জানাজা উপস্থিত থেকে তার প্রতি স্মৃতিচারণ করেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসাহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ ধর্মপ্রাণ মুসলমানেরা ।
উল্লেখ্য, রবিবার সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জ্যেষ্ঠ এ সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই কিছু জটিল রোগ ও শারীরিক সমস্যায় ভুগছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ।