সিরাজগঞ্জের ধানবান্ধিতে রং ও সোডা মিশিয়ে চানাচুর, সিংগারা, বুন্দি তৈরী করার দায়ে জরিমানা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মহল্লাতে সোমবার (১৫ এপ্রিল-২০১৯) হাতেম ফুডস খাবার চানাচুর,বুন্দি ও সিংগারা তৈরীতে বিষাক্ত রং, সোডা দিয়ে নোংরা পরিবেশে তৈরী করায় ও কোন বৈধ কাগজপত্র না থাকার দায়ে জরিমানা ভ্রাম্যমান আদালত করেছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার সোডা ও কাপড়ের রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বৈধ কাগজপত্র ছাড়া সিংগারা, চানাচুর ও বুন্দিয়া তৈরী মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে হাতেম ফুডস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং খাবার সোডা ও কাপড়ের রং জব্দ করে জনসম্মুখে ধবংস করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ