সিরাজগঞ্জের তাড়াশে নারী মেম্বার পদে তৃতীয় লিঙ্গের জয়
মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত নারী মেম্বার পদে তৃতীয় লিঙ্গের কাজলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিধন্ধী নারী মেম্বার প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি মাত্র ০৮ ভোটে পরাজিত হয়েছেন।
বুধবার(০৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে তালম ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে কাজলী সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী (বকপাখি) প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি বলেন, মাত্র ৮ ভোটে পরাজিত হয়েছি।
ভোটাররা আমাকে যে ভালোবাসা দিয়েছে এতেই খুশি। এদিকে কাজলী বেসরকারিভাবে সংরক্ষিত নারী মেম্বার নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ তার সমর্থকেরা। উল্লেখ, এই ১৮টি ইউনিয়নের ১৮৩ টি কেন্দ্রে (সদর ২০টি + তাড়াশ ৩৭টি + কাজিপুর ১২৬টি) মোট ৩,০৬,৮৩৩ জন (সদর ২৮৫৬৮+ তাড়াশ ৬৯,৫২৩+ কাজিপুর ২,০৮,৭৪২) ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৮৩ জন (সদর ১৩৮১০+ তাড়াশ ৩৪,৬১৪+ কাজিপুর ১,০১,৮৫৯) এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫০জন (সদর ১৪৭৫৮+ তাড়াশ ৩৪৯০৯+ কাজিপুর ১,০৬,৮৮৩)।