সিরাজগঞ্জের তাড়াশ-ভূঁইয়াগাতী সড়ক সংস্কার কাজ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
তাড়াশ-ভুঁইয়াগাতী সড়ক মেরামত কাজের উদ্বোধন করছেন স্থানীয় এমপি-আলোকিত বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জের তাড়াশ-ভুঁইয়াগাতী সড়ক প্রশস্তকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সওজ বিভাগের তত্ত্বাবধায়নে ২৮ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাতী বাজার থেকে তাড়াশ উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার খানাখন্দে ভরা সড়কে পুনঃমেরামতের কাজ করছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমাণিক, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান প্রমুখ। এছাড়া প্রধান অতিথি তার নির্বাচনী এলাকার আরো কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উল্লেখ, ঐতিহাসিক চলনবিল ঘেঁষা ওই ২টি উপজেলার সাথে যোগাযোগের এই সড়কে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর জনগুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে অনেকটাই আনন্দের সৃষ্টি হয়েছে।