সিরাজগঞ্জের ঝাঐল রাধা বল্লভ বিগ্রহ মন্দিরের নব নির্মিত ভবনের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
প্রায় তিন শত বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ঝাঐল শ্রী শ্রী রাধা বল্লভ বিগ্রহ মন্দিরের নব নির্মিত ভবনের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফিতা কেটে মন্দিরের শুভ উদ্ধোধন করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু।
নব নির্মিত মন্দিরের প্রতিষ্ঠাতা ও ঝাঐল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল নারায়ন গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক রশিক চন্দ্র পাল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সনজয় সাহা, জাতীয় পরিষদের সদস্য ও শহর কমিটির সভাপতি হীরক গুন, সহ সভাপতি ও সদর থানা শাখার সভাপতি বিজয় দত্ত অলোক,যুগ্ন সাধারন সম্পাদক সুকান্ত সেন, কামারখন্দ উপজেলা শাখার সভাপতি শিশির কুমার সাহা,সাধারন সম্পাদক প্রভাত কুমার সাহা প্রমুখ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় আড়াইশত বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরটি ধ্বংস করা হয়। পরে মুকুল নারায়ন গোস্বামীর ঐকান্তির প্রচেষ্টায় ও ভক্তদের সার্বিক সহযোগীতায় এই মন্দিরটি নির্মান করা হয়।