সিরাজগঞ্জের চর শৈলাবাড়ি ইউনাইটেড ছাত্র সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রুবেল আহমেদ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি ইউনাইটেড ছাত্র সংসদের আয়োজনে ২০১৯সালের পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের কেষ্ট প্রদান, সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা এবং সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারী) দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন (সিরাজগঞ্জ সদর- কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নাই, সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার।এ সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার বিনামূল্যে নতুন বই, উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও মুজিব বর্ষ উপলক্ষে সকল শিক্ষার্থীদের পোশাকের জন্য ভাতা প্রদান করছে। মাদক, দুর্নীতি,সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সকলকে সোচ্চার হতে হবে। কেউ এসবের সাথে জড়িত জড়িত হলে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আগামী ১লা মার্চ হতে পুলিশের বিশেষ টিম কাজ করবে যে সকল ব্যক্তি অপকর্ম করবে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
চর শৈলাবাড়ি ইউনাইটেড ছাত্র সংসদের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুস সাত্তার শিকদার, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান পারভেজ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন তালুকদার, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল হাসান রশিদ মোল্লা, সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফ মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাজু আহমেদ।