সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৩ শীর্ষ জামায়াত ইসলামীর নেতা গ্রেফতার

আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জঃ

নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের জামায়াত ইসলামীর তিন নেতাকে গ্রেফতার করেছে পুুলিশ। সিরাজগঞ্জ সদর থানার পুুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, বৃহস্পতিবার (১৫ নভেম্বর’১৮) রাত ৯ টার দিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সয়াধানগড়া মধ্যপাড়ার মহল্লার বাসিন্দা জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম (৪৮) কে নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়েছে । সদর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মাদ দাউদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে। অপরদিকে,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ নভেম্বর’১৮) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাংগাবাড়ী হতে জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন (৬২)কে ও বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামায়াত ইসলামী’র আমীর মোঃ সানোয়ার হোসেন (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম জানান,সিরাজগঞ্জের পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি অভিযান চালিয়ে জামায়াত নেতা মোঃ মকবুল হোসেনকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। অপরদিকে, বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।