সিরাজগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার সীমান্তবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, উক্ত উপজেলার কুড়ালিয়া গ্রামের আমিনুল ইসলাম (২৬) ও কাজিপুর উপজেলার গান্ধাইল খামারপাড়া গ্রামের লিখন বাবু (১৮)। সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।