সিরাজগঞ্জে ১৫০পিস ইয়াবা টেবলেটসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর নির্দেশে সিরাজগঞ্জ জেলায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২২জুন বুধবার রাত্রী ১৮.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ০৩(তিন) মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ মুক্তা শেখ (২৮), পিতাঃ মোঃ মুসা শেখ, গ্রামঃ বাজার ভদ্রঘাট, থানা-কামারখন্দ ২। মোঃ সবুজ শেখ(২৫), পিতাঃ মৃত আবুল কাশেম, গ্রামঃ মিরপুর হায়দারপাড়া এবং ৩। মোঃ রাকিম সরকার (২০), পিতাঃ মোঃ হাসেম সরকার, গ্রামঃ চর বনবাড়িয়া সর্ব থানা ও জেলা -সিরাজগঞ্জ।
আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।