সিরাজগঞ্জে হোমকোয়ারেন্টাইনে নতুন রাখা ১২জন, ছাড়পত্র পেলেন ৪৭৯ জন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও নতুন বিদেশ ফেরত ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রায়গঞ্জ উপজেলায় ১০ জন, সিরাজগঞ্জ সদর ১ জন ও কামারখন্দ উপজেলায় ১ জন। অন্যদিকে ছাড়পত্র পেয়েছে ১৫ জন। এদের মধ্যে রায়গঞ্জ উপজেলায় ৮ জন, শাহজাদপুর উপজেলায় ৫ জন ও চৌহালী উপজেলায় ২ জন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ১৯ মার্চ তারিখ থেকে আজ ২ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় সর্বমোট ৫৮৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে
রাখা হয় এবং গত ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সর্বমোট ৪৭৯ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দেওয়া হয়। আজ ২ এপ্রিল পর্যন্ত হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১০৯ জনকে।
তিনি আরো জানান, সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১৮৭৪ জন প্রবাসী মধ্যে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ এর মধ্যে ৪৭৯ জনকে ছাড়পত্র দিয়েছেন। এ নিয়ে জেলার নয়টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাড়ালো ৫৮৭ জন। এদিকে করোনা প্রতিরোধে জেলায় সকল প্রকার সভা-সমাবেশ, গণসমাগম ও যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।