সিরাজগঞ্জে স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে- মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে- বীরমুক্তিযোদ্ধাদের জন্য- সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ৩২ টি ঘর নির্মাণ এবং সদর উপজেলায় ১০টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ এর ব্যক্তিগত উদ্যোগে- ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে
নাবিহা রাইদা ফাউন্ডেশন ঢাকা এর পক্ষ হতে- সিরাজগঞ্জ সদর উপজেলার ১০জন বীরমুক্তিযোদ্ধাদের জন্য SAMSUNG – Fair Electronices ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন আল মাহবুব এর উদ্যোগে নাবিহা রাইদা ফাউন্ডেশনপর সহায়তায় – ৪৪”এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়েছে।
উক্ত টেলিভিশন বিতরন অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এসময় অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, এনডিসি মুরাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বী, স্যামসং ফেয়ার ইলেকট্রনিক্স এর হেড অফ কমিউনিকেশন এন্ড কর্পোরেট পিলান্ত্রপি হাসনাইন খুরিশেদ, নাবিহা রাইদা ফাউন্ডেশনের রেগুলেটরী অ্যাফেয়ার্স মারুফ রাজিব, পাবলিক রিলেশন অফিসার সাঈদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
সিরাজগঞ্জ সদর উপজেলার যে ১০ জন বীরমুক্তিযোদ্ধা যারা ঘর উপহার পেয়েছেন। তারা হলেন – ভেওয়ামার গ্রামের গাজী আমির হোসেন, চর খোকশাবাড়ীর মাহেলা খাতুন, স্বামী মৃত মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, টুকরা ছোনগাছার আব্দুল হামিদ পিতা – মৃত চান্দুল্লা মন্ডল, চরছোনগাছার জহুরুল ইসলাম- পিতা মৃত আঃ সালাম, সয়দাবাদের জারিলা গ্রামের শাহিদা- খাতুন স্বামী মৃত গাজী সোনাউল্লাহ, বহুলী গ্রামের ছকিনা বেগম -স্বামী মৃত: গাজী শাহ আলী (আনসার), খোকশাবাড়ীরগুনেরগাঁতী গ্রামের মোছাঃ সামছুর নাহার – স্বামী মৃত: গাজী আবু সাঈদ ভূঁইয়া- পিতা মৃত: আব্দুল করিম ভূঁইয়া, দিয়ারপাচিল নতুন পাড়ার মোঃ আব্দুলহামিদ -পিতা মৃত: গাজী মফিজউদ্দিন।