সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে নূর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
৩১ জুলাই মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ ফজলে খোদা মোঃ নাজির এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত নূর হোসেন তাড়াশ উপজেলার ওয়াপদা বাঁধ এলাকার এলাহী বক্সের ছেলে।
নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে মামলার বরাদ দিয়ে জানান, ২০০৫ সালে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের মৃত সোররাব আলীর মেয়ে শাবানার খাতুনের সাথে নূর হোসেনের বিয়ে হয়।
বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুক দাবী করলে বিয়ের আসরে ৪ হাজার ও বিভিন্ন সময়ে আরও ২২হাজার টাকা যৌতুক দেন শাবানার ভাই আবু সাইদ। যৌতুকের বাকি টাকার জন্য স্বামী নূর হোসেন ও তার পরিবারের লোকজন শাবানাকে নির্যাতন করতে থাকে। ২০০৮ সালের ১৪ জানুয়ারি ওই যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে স্বামী নূর হোসেন স্ত্রী শাবানাকে ব্যাপক মারধর করে এবং তার গোপনাঙ্গে প্লাস্টিকের পাইপ দিয়ে উপুর্যপুরি আঘাত করতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শাবানা অজ্ঞান হয়ে পড়লে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাবানার ভাই আবু সাইদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও দীর্ঘ শুনানী শেষে আদালত আসামি নূর হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।