সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে মালিছা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মে -২০১৯) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাছুমপুর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মালিছা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বিজিবি সদস্য গিয়াস উদ্দিনের মেয়ে ও সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মালিছার মা মাছুমপুর মহল্লার আব্দুল মান্নানের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন । গত তিনদিন আগে মেয়েকে বাসায় একা রেখে গ্রামের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে যান মা। এ অবস্থায় রোববার সন্ধ্যার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মালিছা। রাতে মা ঘরের দরজা খুলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সদর থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতেই ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার সকালে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে ।