সিরাজগঞ্জে ‘সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে । অনুষ্ঠান মধ্যে ছিলো কুরআনতেলাওয়াত, গীতাপাঠ, জাতীয়পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মশালপ্রজ্জ্বলন, ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা ও পুরস্কার বিতরণী। শুক্রবার ( ৮ ফেব্রুয়ারি-২০১৯) সকালে শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সবাইকে খেলাধূলা করতে হবে। অভিভাবকদের সবসময় তার সন্তানদের প্রতি খোজ খবর রাখতে হবে কেউ যেন মাদকে জড়িয়ে না পরে। সিরাজগঞ্জকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল করার পাশাপাশি সমাজে কোনপ্রকার মাদকবেনা বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান এন্ড এমডি ড.শরিফুল ইসলাম রিপন। স্বাগত বক্তব্য রাখেন, সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক আমিনুল ইসলাম ওফরিদুল ইসলাম।