সিরাজগঞ্জে সুখপাখি’র উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
করোনা মোকাবেলা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে- সিরাজগঞ্জের মানবতার সংগঠন- “সুখ পাখি” এর উদ্যোগে – গরীব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন ১৪৯ পরিবারের মাঝে ঈদ উপহার প্যাকেজ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্যসামগ্রী মধ্যে ছিলো- ভাতের চাউল, চিনিগুড়া চাউল, গরুর মাংস, ছোলার ডাউল,আলু, পিঁয়াজ সয়াবিন তৈল, সেমাই, চিনি ও প্যাকেট গুড়া দুধ।
মঙ্গলবার (১১মে) দুপুরে সিরাজগঞ্জ পৌরএলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ-স্বাস্হ্য বিধিমেনে উক্ত ঈদউপহার খাদ্যসামগ্রী সার্বিকভাবে সহযোগিতা করেন, “সুখপাখি”-সংগঠনের পরিচালক সদস্য ও রেডপ্রধান সমন্বয় রাসেল রহমান, সদস্য -সবুজ, রায়হান,ডিওন, সজীব, উৎস, সাগর, রাব্বী,হাসান আদনান, সুজন প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, “সুখপাখি”র প্রতিষ্ঠাতা শেখ রজব আলী, সহকারি প্রতিষ্ঠাতা আশরাফুল আলীম, পরিচালক সদস্য-ডাঃ গোলাম কিবরিয়া সহ অনেকে।
জানাযায়, প্রতিবছর পবিত্র রমজানে ইফতার বিতরণ, পবিত্র ঈদে এবং বিভিন্ন দূর্যোগকালীন সময়ে গরীব,দুঃস্থ অসহায় ও কর্মহীন মানুষদেরকে সাহায্য ও সহযোগীতা করে আসছে “সুখ পাখি “সংগঠনটি । প্রতিবারের ন্যায় এবারও সুখ পাখির দাতা সদস্য/সদস্যা প্রবাসী ভাই -বোন ও শুভাকাঙ্খীদের সহযোগিতায় এ ত্রান কার্যক্রম পরিচালিত হয়।