সিরাজগঞ্জে সিআইজি ও নন-সিআইজি খামারী সমাবেশ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের যমুনানদীর দূূূর্গম চর পঞ্চসোনায় হেলথ্ কেয়ার সেন্টারে, সিরাজগঞ্জ সদরের সিআইজি ও নন-সিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৪ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি ফেজ-II প্রজেক্ট ( এন এটিপি-2) এর আওতায়, বাস্তবায়নে, সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর, সিরাজগঞ্জ সদর সয়দাবাদ পঞ্চসোনা সহ ওই সব এলাকার গরু, ছাগল, ভেরা খামারী মানুষদের নিয়ে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন।
এতে সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউপি’ চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা হারুন-অর -রশীদ, আওয়ামীলীগ নেতা গো -খামারী সৈয়দ বেলাল হোসেন। সভায় খামারী ভাই ও মা বোনেরা প্রশিক্ষন গ্রহন করেন।