সিরাজগঞ্জে সাংসদ মমিন মণ্ডলকে গণসংবর্ধনা।
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও এলাকার প্রায় ১১টি বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিকেএমইর সাবেক পরিচালক শেখ আবদুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবদুল মমিন মণ্ডল এমপি। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট জ্যোর্তিবিজ্ঞানী এফআর সরকার, থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, থানার ওসি মাহবুবুল আলম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের মিয়া ও একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।