সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে বস্ত্র বিতরণ।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে- নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বস্ত্র বিতরণ করা হয়েছে ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে-
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম উক্ত শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-৩ সদর -কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার পিএমবার), জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ শ্রী বিমল কুমার দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ , সদর থানা হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক শ্রী অশোক ব্যানার্জী, পৌর পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি সাংবাদিক শ্রী হীরক গুণ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শ্রী সঞ্চয় সাহা। অনুষ্ঠানে গীতা পাঠ করেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক স্বপন স্যানাল।
এ সময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরএলাকার সনাতন ধর্মাবলম্বী ১৫’শত দরিদ্র দুঃস্থ ও অসহায় নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তাগণ বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” -তাই শারদীয় দূর্গা পূজা উৎসব অনুষ্ঠান আনন্দঘন পরিবেশ করতে সকলের সহযোগিতা কামনা করি। মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় থাকেন তখন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উৎসব মুখর পরিবেশে পালিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা উৎসব অনুষ্ঠান সবসময়ই সহযোগিতা করে থাকেন। উৎসব অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকেন। তাই শেখ হাসিনা সরকার বার বার দরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে হবে। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।