সিরাজগঞ্জে শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত
লুৎফর রহমান:
সিরাজগঞ্জে নৈতিকতা ও ধমীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কালক্রম (৮ম) পযার্য়ে) শীর্ষক প্রকল্পের কেয়ারটেকার ও শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিকতা ও ধমীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কালক্রম (৮ম) শীর্ষক প্রকল্পের উপ প্রকল্প পরিচালক(প্রশাসন) এ কে এম মুজাহিদুল ইসলাম ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মো হাবিবুল্লাহ,র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের ফিল্ড সুপারভাইজার মো:আনোয়ার হোসেন, মো: আনিছুর রহমান,মো: রেজাউল করিম, মো : হাসিবুর রহমান, মডেল কেয়ারটেকার মো আব্দুল মাজিদ, মো: আব্দুল লতিফ, মো: ইমরান হোসেন, ইউনুস আলী, সাধারণ কেয়ারটেকার মো: নজরুল ইসলাম, শাহেদ আলী, মো: শাহিদুল ইসলাম প্রমূখ ।
প্রধান অতিথি কেয়ারটেকার ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, সঠিক ভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনাদের ন্যায্য পাওনা দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
