সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর‍ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ।

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ


সিরাজগঞ্জে র‍্যাব-১২ উদ্যোগে গরীব,দুঃস্হ  ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এক হাজার টি  কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃৃৃৃহস্পতিবার (২ জানুয়ারী২০২০) সকালে  সিরাজগঞ্জ যমুনার নদীর পাড়ে আমলাপাড়ারস্হ পুরাতন  জেল খানার গেট এলাকায়  র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে টিম  উক্ত  কম্বলগুলো বিতরণকালে     তিনি বলেন,গরীব,  দুঃস্থ ও  অসহায় মানুষদেের জন্য র‍্যাব-১২ সব সময় কাজ করছে এবং পাশে থাকে  ।

 এ সময়  র‍্যাব-১২ সহকারী পরিচালক প্রনব কুমার সরকার, উপ-সহকারীস পরিচালক  মোঃ ইউনুস , উপসহকারী পরিচালক সুকুমার সহ আরও উর্দ্ধতন কর্মকর্তা উপস্হিত ছিলেন  ।