সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে অবৈধ্য নেশা জাতীয় মাদকদ্রব্যসহ ৪জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১ খ্রিঃ) বিকেল ৪.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ঘোষগাঁতী পালপাড়া গ্রামস্থ মাস্টার নিবাস বাড়ীর দক্ষিন পার্শ্বে এক মাদক বিরোধী চালিয়ে ৫৮০ গ্রাম কোকেন সহ (যার আনুমানিক মূল্য প্রায় ৫৮,০০,০০০/-)টাকা ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাফিজুর রহমান (৩১), পিতা-হাজী মোঃ আবু বক্কর, সাং-কৈবর্ত্তগাঁতী, ২। মোঃ আব্দুল জুব্বার (২৪), পিতা-মোঃ ইয়াছিন প্রাং, সাং-সুবৌদ্য মরিচ, ৩। বাচ্চু কুমার হালদার@ আশীষ (৩৬), পিতা- মৃত মন্টু রাম হালদার, সাং-শুকলা হাট, সর্ব থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ৪। মোŦ জাহিদ হাসান(৪০),পিতা- মোঃ গোলাম মোস্তফা,সাং-ময়দান দিঘী, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর
র্যাব-১২ কে তথ্য দিন-মাদক, প্রতারক,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
মোঃ মোস্তাফিজুর রহমান
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭৭১১২০৩