কামারখন্দ

সিরাজগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান জানান, জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ২শ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পরিকল্পনা অনুসারে সরকারি রাজস্ব আদায়ের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আগামী সপ্তাহে এই এলাকার অবৈদ দখলমুক্ত জায়গা ১শ ৪৩জন লিজ গ্রহীতাদের মধ্যে প্লট বরাদ্দ দেয়া হবে।