সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে আর এক বন্ধু ইমন(১৩) খুন হয়েছে । বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলার বড়কোয়ালীবের গ্রামের মাঠ থেকে লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালের মর্গে পাঠিয়েছে । সে উপজেলার বড় কোয়ালীবের গ্রামের আমিনুল ইসলামের ছেলে ।

পুলিশ ঘাতক বন্ধু আক্রামকে (১৪) গ্রেফতার করেছে । আক্রাম একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে । জানা যায় উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বড় কোয়ালীবের গ্রামের আবু সঈদের একটি মোবাইল গত ১৫ এপ্রিল চুরি করে একই গ্রামের আক্রাম হোসেন । বিষয়টি আক্রামের বন্ধু ইমন আবু সঈদকে বলে দেয় । এতে আক্রাম ইমনের উপর ক্ষুদ্ধ হয় । গত বুধবার আক্রাম, ইমনকে বেড়ানোর কথা বলে সঙ্গে নিয়ে গ্রামের মাঠের মধ্যে যায় । সেখানে ঘাসের ক্ষেতের মাঝে ইমনের হাত-পা বেধে গামছা গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশের ধারনা ।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান খবর পেয়ে ঘটনার স্থান থেকে গতকাল বুধবার লাশ উদ্ধার করেছি । আসামী আক্রামকে গ্রেফতার করা হয়েছে । এই হত্যার সাথে আর কেও জরিত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে ? যদি কাওকে এই ঘটনার সাথে জরিত পাওয়া যায়, সংগে সংগে তাকে গ্রফতার করে আইনের আওতায় আনা হবে ।

এ বিষয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ইমনের বাবা মোঃ আমিনুল ইসলাম ।