সিরাজগঞ্জে মিনি স্বাহ্য মারাথন অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জকে ভালোবাসি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ ন্যাশনাল হাট ফাউন্ডেশনের আয়োজনে – সিরাজগঞ্জে মিনিস্বাস্হ্য ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় । শনিবার (১৩ এপ্রিল -২০১৯) বিকেলে শহরের মুক্তির সোপান থেকে এস এস রোড হয়ে ইলিয়ট ব্রীজ দিয়ে ইবি সড়ক হয়ে কালিবাড়ী সড়ক হয়ে যমুনা পাড়ের সড়ক দিয়ে হার্ড পয়েন্ট গিয়ে মিনি ম্যারাথন স্বাস্হ্য দৌড় শেষ হয়। এ মিনি স্বাস্হ্য ম্যারাথন দৌড় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এসময় উপস্হিত ছিলেন, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুুমার দাস, ডাঃ জহুরুল হক রাজা, আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ এস,এম মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, পৌর প্যানেল মেয়র রুমানা রেশমা, কাউন্সিলর সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,পুরুষ ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নূূর দিপু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক প্রদীপ রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থীরা,স্কাউট দলের সদস্যবৃন্দ সহ সিরাজগঞ্জ বাসীর প্রায় সহস্রাধিক মানুষ হলুদ রং টিশার্ট ও ক্যাপ পড়ে মিনি স্বাস্হ্য ম্যারাথন দৌড়ে অংশ গ্রহনকরে। পরে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পরিশেষে এক মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।