সিরাজগঞ্জে মানা’র হত্যাকারীদের ফাসীর দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরে মাহমুদ হাসান মানা (১৯) এর হত্যাকারী দের ফাসীর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। আজ (৩০জুন) সকাল ১০টায় শররের মুজিব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নিয়ে হাতে ও গলায় মানা হত্যাকারীদের ফাসী চাই লিখিত প্লেকার্ড ঝুলিয়ে ও ব্যনার হাতে নিয়ে হত্যাকারীদের ফাসী চেয়ে এলাকাবাসী ও স্বজনরা স্লোগান দিতে থাকেন।
উক্ত মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, নিহতের বাবা সহ অন্যান্য সচেতন মহলের নাগরিকগন। বক্তব্যে বক্তারা বলেন, ১৯ বছরের একটি যুবক কে এভাবে ডেকে নিয়ে হত্যা করে ফেলা হলো শুধু মাত্র ভালবাসার একটি সম্পর্কের কারনে। কি এমন ভুল ছিল তার যে জীবনটাই নিয়ে নেয়া হলো। এই হত্যাকান্ড কখনই মেনে নেয়া যায়না। তারা এই হত্যাকান্ডের দ্রুত বিচারের ও হত্যাকারীদের ফাসির জোর দাবী জানান।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বাড়ির জানালা থেকে মাহমুদ হাসান মানা (১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় মাহমুদ হাসান মানা (১৯) কে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেন। উক্ত ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা সংশ্লিষ্ট থানায় নিহতের প্রেমিকা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও নিহতের প্রেমিকা শাওন ইসলাম ইভা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এদিকে পৌর শহরের একডালা ধোপাবাড়ি মহল্লার মাহমুদুল হাসান মানা হত্যা মামলার অভিযুক্ত প্রেমিকাসহ চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন নিহত মাহমুদুল হাসানের প্রেমিকা কলেজ ছাত্রী শাওন ওরফে ইভা ( ১৭), পিতা ছানোয়ার হোসেন ছানু(৪৫), মাতা নুরমহল খাতুন (৪০) ও চাচা মানোয়ার হোসেন মনো(৪০)।