সিরাজগঞ্জে মানা হত্যা মামলার ২আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার মাহমুদ হাসান মানা হত্যা মামলার গ্রেপ্তারকৃত দুই আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৩ জুুুুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে একডালা মহল্লা ও শহরের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নারী -পুরুষ অংশ গ্রহণ করে । মানববন্ধন বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক লিয়াকত আলী খান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ হাসান খান, জেলা যুব মহিলা লীগের নেত্রী ও পৌর মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, সাবেক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন , পৌর আওয়ামীলীগের গাজী আজগর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন শেখ ও সাধারণ সম্পাদক রুবেল শেখ প্রমুখ ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লার মাহমুদ হাসান মানার সাথে পাশ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার সাথে প্রায় ৩ বছর প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এনিয়ে ইভার পরিবার আমার ভাইকে একাধিকবার মারপিট করে। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায় ইভা। সকালে ইভার ঘরের পেছনে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ আসামি শাওন ইসলাম ইভা, তার বাবা ছানোয়ার হোসেন ও চাচা মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে।