সিরাজগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
‘জীবন কে ভালোবাসি মাদক থেকে দূরে থাকি’ এই স্লোগান কে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ এর সভাপতিত্বে আয়োজনে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ-২০২১ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিমউদ্দীন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, জেলা এীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, জেলা মহিলা এীড়া সংস্থা সাধারণ সম্পাদক ফারজানা বারী অপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এনামুল হক ও আল আমিন সেখ প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বলেন, আমি ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া সংস্থাকে তারা সার্বিক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য এবং সহোযোগিতায় করার জন্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদক বিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামীর দিনের ভবিষ্যত। পাশাপাশি তিনি মাদক থেকে সকলকে দূরে থাকার আহবান জানান।
সিরাজগঞ্জ জেলা একাদশ বনাম উল্লাপাড়া একাদশ খেলা শেষে চ্যাম্পিয়ন হয় উল্লাপাড়া একাদশ।