সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বৃক্ষমেলার অন্তরালে র‍্যাফেল ড্র, প্রশাসনের অভিযানে বন্ধ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের আমিনপুর বাজারে চলমান বৃক্ষমেলার সবুজ র‍্যাফেল ড্র বন্ধ করে দেয়া হয়েছে। সদর উপজেলা প্রশাসনের অভিযানে এই মেলা ও র‍্যাফেল ড্র বন্ধ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন র‍্যাব-১২, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ। এসময় র‍্যাফেল ড্র এর বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও র‍্যাফেল ড্র এর টিকেট জব্দ করা হয