সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
– ” সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য ” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় বলেন স্বাস্থ্য সকল সুখের মূল চাবিকাঠি তাই সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে সুস্বাস্থ্য ছাড়া মানুষ অচল। সুস্বাস্থ্য না থাকলে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাই খাদ্যে ভেজাল এড়িয়ে চলতে হবে এবং আমাদের সকলকে ভেজাল মুক্ত খাবার গ্রহণ করতে হবে। ভেজাল খাবার খেয়ে প্রতিনিয়ত আমরা অসুস্থ হয়ে পড়েছি আমরা আমাদের ছেলেমেয়েদের কে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বেশি বেশি মনোযোগী করে তুলতে হবে। এবং আগ্রহ গড়ে তুলতে হবে, ও সমাজে বাল্য বিবাহ রোধ করতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ ও প্রফেসর এমএ মতিন মেমোরিয়াল বিএনএমবি বেজ আই হসপিটাল এর যৌথ আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে চত্বর থেকে বনার্ঢ্য শোভাযাত্রা শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়।
বনার্ঢ্য শোভাযাএাটি শহর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সিরাজগঞ্জ ডাঃ শামসুল হক, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ ইমান আলী, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএন এমবি বেজ আই হসপিটালের ইনক্লুশন অফিসার টি এম, মাহমুদুল হাসান, প্রোগ্রাম কোয়াডিনেটর মির্জা আহমেদ আলী ও সাইটসেডাস প্রক্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, ও সৌমিত্র বসাক, ব্র্যাক জেলা সমন্বয়ক সিরাজগঞ্জ মোঃ রইস উদ্দিন, আরবান প্রাইমারী হেল্প কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে প্রজেক্ট মেনেজার মোঃ শহিদুল্লাহ, এবং ও মানবাধিকার উন্নয়ন সংস্থার লাইট হাউসের সাব ডি- আইসি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, প্রমূখ।