সিরাজগঞ্জে বিনামূল্যে ‘মুজিব একটি জাতির রূপকার’ দেখার সুযোগ করেছেন ড. জান্নাত আরা হেনরী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে শ্যাম বেনেগালের নির্মিত বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবিটি সকল বাঙ্গালীদের দেখা উচিত বলে মনে করেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য স্কুলের শিক্ষক কলেজের অধ্যক্ষ, সাংবাদিকও আওয়ামীলীগের নেতার কর্মীদের ছবিটি দেখার জন্য রুট্স্ সিনেক্লাবে ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সকল টিকিট বুকিং দিয়েছেন। রবিবার ১৫ই অক্টোবর দুপুর ২ টার শোতে মুজিব সিনেমাটি দেখে তিনি একথা জানান। এসময় তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের চিত্রায়নে তরুণ চলচ্চিত্র তারকাদের অভিনীত ছবিটি নতুন প্রজন্মকে ঐতিহাসিক আখ্যানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করবে। চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং তরুণ-তরুণীরা চলচ্চিত্রটি দেখার সময় ও ইতিহাসকে কল্পনা করার সুযোগ পাবে এবং সৌজন্যে প্রদর্শনী ফি ছাড়াই চলচ্চিত্রটি দেখেছেন দর্শকরা। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এমন ফি ছাড়া শো দেখার ব্যবস্থা করছি আমি, যাতে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারে।