সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিক্রয় নিষিদ্ধ মাছ বিক্রয়ে জরিমানা ও মাছ জব্দ।

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদরের বড়বাজারের মাছ বাজারে বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুড় মাছ বিক্রয় দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। উক্ত মাছগুলো আমাদের দেশী সাধারণ প্রজাতির মাছের রেনু পোনা,ছোট ছোট মাছ খেয়ে বিনষ্ট করে।তাই এ মাছের চাষ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়। উক্ত বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুড় মাছ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে জাতীয় মৎস্য সপ্তাহ,২০১৯ উদযাপন উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়ন ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বড়বাজারে বিক্রয় নিষিদ্ধ মাছ বিক্রি করা হচ্ছে দেখতে পান আদালত। বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুড় বিক্রির অপরাধে সাগর নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি আফ্রিকান মাগুড় জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত আফ্রিকান মাগুড় মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।উক্ত অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,মৎস্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ।