সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বাস চাপায় সিফাত আহমেদ সিদ্দিক (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০ এ সিরাজগঞ্জ শহরের সিরাজগঞ্জ-ঢাকা (নিউ ঢাকা রোড) মহাসড়কের মালশাপাড়া পৌর কবরস্থানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিফাত আহমেদ সিদ্দিক পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার নিখল মোল্লার ছেলে। সে শহরের সবুজ কানন স্কুল & কলেজের ৯ম শ্রেনীর ছাত্র। নিহতের প্রতিবেশী মো. সালমান সরদার আমার সংবাদকে জানান, সিফাত আহমেদ সিদ্দিক সহ দুজন মোটরসাইকেল যোগে যাবার পথে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। তাতক্ষনিকভাবে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন বাসের সঙ্গে দূর্ঘটনা ঘটে এবিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
এবিষয়ে সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু ঘোষ আমার সংবাদ কে জানান, এইস.কে নামক একটি বাস চান্দাইকোনা থেকে বিয়ের বৌভাতের কন্যাযাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। এসময় মালশাপাড়া পৌর কবরস্থানের সামনে মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত সিদ্দিক হাসপাতালে নেয়ার পরে মারা যায়। বাসটি পরবর্তীতে বিয়ারাঘাট নামক এলাকায় গিয়ে যাত্রী নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. ফরিদুল ইসলাম কে একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তিনি ফোন রিসিফ করেননি।