সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ ১জন আটক ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে হাটিকুমরুল হাইওয়ে থানা কর্তৃক নওগাঁ হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন তল্লাসী করে ৪৫ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন বাস তল্লাসী করে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী হলেন, নওগাঁ জেলার প্রত্নীতলা গ্রামের আব্দুল আলিম (৫০) এর ছেলে মো. মেহদি হাসান (২০) হাটিকুরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ৪৫ বোতল সহ ১জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।