সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে ট্রাক চালককে শারীরিক নির্যাতন ও অর্ধনগ্ন
নিজস্ব প্রতিবেদক :-
ট্রাক চালককে শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে অর্ধনগ্ন করার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের মিরপুর ফিলিং স্টেশনে।
শুক্রবার (৫ আগস্ট) রাতে মিরপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর ছেলে মোঃ নিপুর নির্দেশে কিশোর গ্যাং সদস্যদের দ্বারা ট্রাক চালক মোঃ শফিকুল ইসলামকে (৩৫) বেধরোক মারপিট করার অভিযোগ উঠেছে। মোঃ শফিকুল ইসলাম চর মালসাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
শুক্রবার রাত সাড়ে দশটায় ট্রাক চালক মোঃশফিকুল ইসলাম ঢাকা থেকে সিরাজগঞ্জ ফেরার পথে ডিজেল দ্বারা ট্রাকের জ্বালানি ট্যাংক ভরার জন্য শহরের মিরপুর ফিলিং স্টেশনে যায়।ফিলিং স্টেশনে পৌছে তেল চাইলে বিশ লিটারের বেশী জ্বালানি ডিজেল তেল দেওয়া যাবে না বলে চালক মোঃ শফিকুল ইসলামকে জানান কর্তৃপক্ষ।ট্রাক চালক মোঃশফিকুল ইসলাম চাহিদা অনুযায়ী বিশ লিটারের বেশী তেল প্রাপ্তির কথা জানান।তেলের পরিমাণ নির্ধারণী কথপোকথনের এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে চালক ও ফিলিং স্টেশনের কর্মচারীরা। বাকবিতন্ডা চলমান অবস্থায় ফিলিং স্টেশনের কর্মচারী ও কর্তৃপক্ষ চড়াও হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিং স্টেশনের আশপাশ থেকে বিশ-পঁচিশ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা দৌড়ে এসে চালক মোঃ শফিকুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাথি কিল ঘুষি শুরু করে। মারপিটের এক পর্যায়ে শতাধিক মানুষের সামনে নির্যাতিত চালকের লজ্জা নিবারনের গায়ের বস্ত্র ছিড়ে অর্ধনগ্ন করে কিশোর গ্যাং।এমতাবস্থায় চালক জীবন বাঁচানোর জন্য অর্ধনগ্নবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে প্রশাসনের সাহায্যে শফিকুল ইসলামকে আহতাবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করার পরে শারীরিক সুস্থতার অবনতি হওয়ায় তাকে ডাক্তার ঢাকায় রেফার্ড করা হয়।
আহত ট্রাক চালক মোঃ শফিকুল ইসলাম বলেন, মিরপুর ফিলিং স্টেশন থেকে প্রতিনিয়ত ট্রাকে জ্বালানি ট্যাংকে তেল তুলি।গত শুক্রবার রাত সাড়ে দশটায় ঢাকা থেকে সিরাজগঞ্জ ফেরার পথে ডিজেল দ্বারা ট্রাকের জ্বালানি ট্যাংক ভরার জন্য শহরের মিরপুর ফিলিং স্টেশনে যাই।তেল দেওয়ার সময় প্রাপ্তির চেয়ে কম তেল দিতে চায়।আমি কম তেল না নিয়ে পরিপূর্ণ চাহিদা মোতবেক চাওয়ায় আমাকে ভারাটে কিশোর গ্যাং সদস্যদ্বারা নির্যাতনের শিকার হয়েছি।সেই সময় আমার কাছে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনতাই করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
আহত ট্রাক চালক মোঃ শফিকুল ইসলামের অপ্রীতিকর ঘটনায় সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আসলাম হোসেন বলেন,ঘটনার রাতে আমি জানতে পারি। আমি আহত চালকের চিকিৎসা ব্যবস্থার খোজ খবর রাখছি।ডাক্তার বলেছেন মাথায় আঘাত পাওয়ায় এখনো সুস্থ্যতা বিষয়ে সঠিক কিছু বলা যাচ্ছে না।ব্রেন ফ্র্যাকচার হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে ।শুক্রবার রাতের ঘটনার প্রেক্ষিতে গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা বাস- ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মিরপুর ফিলিং স্টেশন থেকে বাস-ট্রাক, কাভার্ট ভ্যানসহ বিভিন্ন যানবাহন জ্বালানি তেল নিবে না। এ বিষয়ে মিরপুর ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী হাজী মোঃ আকবর আলী ভূইয়া সঠিক বিচারের মাধ্যমে এই সমস্যা সমাধান করবে বলে আশ্বস্ত করেন জেলা বাস-ট্রাক মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের। সেজন্য থানায় কোন মামলা দায়ের করা হয়নি।যদি সঠিক বিচারের মাধ্যমে এই সমস্যা সমাধান না করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।
সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ট্রাক শ্রমিকদের সাথে এমন অপ্রীতিকর ঘটনায় আমরা বিষন্ন।এজন্য আমরা মিরপুর ফিলিং স্টেশনকে বর্জনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির প্রথম পদক্ষেপে অংশ গ্রহন করলাম।এই নির্মম নির্যাতনের সঠিক বিচারের দাবী জানাচ্ছি।
মিরপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাজী মোঃ আকবর আলী ভূইয়া বলেন,আমি গতরাতে ঘটনাটি ব্যাপারে জেনেছি।আজ রাজশাহীতে জরুরী কাজে অবস্থানের কারনে আমি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।
উল্লেখ্য জ্বালানি তেলের দাম বাড়ানোর খবরে শুক্রবার (৫ আগস্ট) রাতেই মিরপুর ফিলিং স্টেশনে ভীড় করে বাস- ট্রাক ও মোটরসাইকেল চালকরা। বাড়তি লাভের আশায় পাম্প কর্তৃপক্ষ সন্ধ্যার পর থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।