সিরাজগঞ্জে প্রেমিক হত্যার দায়ে ৪ জনকে কারাগারে প্রেরণ
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ:
পৌর শহরের একডালা ধোপাবাড়ি মহল্লার মাহমুদুল হাসান মানা হত্যা মামলার অভিযুক্ত প্রেমিকাসহ চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন নিহত মাহমুদুল হাসানের প্রেমিকা কলেজ ছাত্রী শাওন ওরফে ইভা ( ১৭), পিতা ছানোয়ার হোসেন ছানু(৪৫), মাতা নুরমহল খাতুন (৪০) ও চাচা মানোয়ার হোসেন মনো(৪০)। উক্ত মামলার তদন্তকারী অফিসার সিরাজগঞ্জ সদর থানার এস আই ফারুক আহমেদ জানান, একই মহল্লার ছবেদ আলির পুত্র মাহমুদুল হাসান। মনা(২০) গত বছর এস এস সি পরিক্ষায় ফেল করে বাবার সাথে কাজকম করে আসছিল।এই সুযোগে পাশের মহল্লার কলেজ ছাত্রী ইভার সাথে প্রেমের সম্পকে জড়িয়ে পরে।কিন্তু ইভার পরিবার তাদের সম্পক ভালোভাবে মেনে নেয়নি যার কারনে বেশ কয়েকবার মাহমুদুল হাসানকে মারপিট ও হুমকি দেয় ইভার পরিবার।কিন্তু এতেও সমাধান না হলে গত বৃহস্পতিবার রাতে প্রেমিকা ইভাকে দিয়ে কোশলে ডেকে নিয়ে মারপিট এ শাসরুদ্ধ করে হত্যা করে জানালার সাথে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে।পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালর মগে প্রেরন করে। অভিযোগের ভিত্তিতে জড়িত প্রেমিকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে তাদেরকে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নিদেশ দেন।এ ব্যাপারে নিহতের পিতে বাদি হয়ে শুক্রবার রাতে প্রেমিকা ইভাসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ অপর তিন আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এদিকে ঘটনার দিন বিকালে এ হত্যার প্রতিবাদে নিহতের সজনসহ এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল করে।এ সময়ে বিক্ষুব্ধ জনতা থানার সামনে এসে হত্যাকারিদের ফাসি দাবি করে স্লোগান দেয়।