সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ এপ্রিল) সকাল ৯ টায় শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠানের সহ- সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি গণপতি রায় এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুনফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও দ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর ( সার্কেল) মোঃ রেজওয়ানুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল হাসান মন্ডল, সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের কোচ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ধারা বর্ণানায় মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ,
উল্লেখ্য প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সিরাজগঞ্জের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে ( ১) সবুজ কানন স্কুল এন্ড কলেজ, (২) জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় ( ৩) পিডিবি হাই স্কুল ( ৪) জাহান আরা উচ্চ বিদ্যালয়, এই খেলাটি আগামী ১১ এপ্রিল ফাইনাল খেলার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে।