সিরাজগঞ্জে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উন্নয়নের মহসড়কে এগিয়ে চলেছি দুর্বার,এখন সময় শেখ হাসিনার নেতৃত্বে,মাথা উঁচু করে দাড়াবার এই প্রতি পাদ্যে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জানুয়ারী) সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন স্থলসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পদপ্রত্যাশী নেতা ও তাদের সমর্থকরা বিলবোর্ড, ব্যানার টাঙিয়েছিলেন। সম্মেলনে ৩৭১ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের নতুন নেতা নির্বাচন করবেন।
সভাপতি হিসাবে প্রার্থী হলেন ০২জন। হেলাল উদ্দিন ও আসাদ উদ্দিন পবলু। সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, সেলিম আহমেদ ও ওয়াছ করোনী লকেট।
পদ প্রত্যাশী প্রার্থীরা, অধিকাংশই গোপনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করার বিষয়ে আগ্রহী। তারা বলছেন আগ্রহী অনেকেই আছেন, ভোটের মাধ্যমে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব আসুক।
সম্মেলনে পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১(কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ।
এরআগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসানএ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।