সিরাজগঞ্জে পুলিশ আইজিপিঃ আমরা এদেশের জনগণের পুলিশ হতে চাই!
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব না। অপরাধ সমূলে উৎপাটন করতে চাইলে পুলিশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের সচেতনতা ও একান্ত সহযোগিতা প্রয়োজন। আমরা এদেশের জনগণের পুলিশ হতে চাই।’
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে দুপুরে পুলিশ লাইন্সে নির্মিত ‘বঙ্গবন্ধুর ছবি সম্বলিত স্বোপার্জিত পতাকা ভাস্কর্য’ ও গণপূর্ত বিভাগ নির্মিত মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘জঙ্গিরা এ দেশকে গ্রাস করতে চেয়েছিল। সারা বিশ্বের কাছে নেতিবাচক দেশ হিসেবে চিহ্নিত করতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষ ও মিডিয়ার সহযোগিতায় পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করেছে। ইতোমধ্যেই জঙ্গি নিমূলে পুলিশ সফল হয়েছে। দেশে একজন জঙ্গি থাকা পর্যন্ত দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকুক। আমরা জেগে থাকবো তাদের নিরাপত্তায়।’
মাদক প্রসঙ্গে আইজিপি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবত আছে। যারা এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের সুযোগ দেওয়া হবে। যারা এখনও এ কাজে জড়িত রয়েছে, তারা যত শক্তিশালীই হোক আইনের আওতায় তাদের আসতেই হবে। মাদক ব্যবসায়ীরা যদি আইনের কাছে আত্মসমর্পন না করে, আগামীতে তাদের ভয়ানক দিন অপেক্ষা করছে।’
৯৯৯ সেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মাধ্যমে তৃণমূলের অপরাধ চিহ্নিত করে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে। সাধারণ মানুষ এ পদক্ষেপের মাধ্যমে এরইমধ্যে বেশ সুফলও পাচ্ছে।’
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান ভুঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ/অপারেশন) নিশারুল আরিফ, পুলিশ সুপার (এস্টেট ওয়েলফেয়ার) বেলায়েত হোসেন, রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কমিউনিটি পুলিশিং জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাসসহ পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।