সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ক্রসবাধ-৪ পরিদর্শন ও বৃক্ষরোপন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ শহরের  যমুনানদীর  ক্রসবার -৪  (ক্রসবাধ -৪) পরিদর্শন এবং বৃক্ষরোপণ করছেন,  পানি সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি । এসময় তার সফরসঙ্গী  ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চল, রংপুরের প্রধান প্রকৌশলী  জ্যোতি প্রসাদ ঘোষ ।

আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী জনাব মহম্মদ আলী ও পানি উন্নয়ন বোর্ড,  বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী  তারিক আব্দুল্লাহ আল ফায়াজ। চলমান প্রকল্প এবং বন্যা পরবর্তী সার্বিক অবস্থা উপস্থাপন করেন, পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।