সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র ও পিস্তল সহ ১ জন গ্রেফতার
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র ও পিস্তল সহ একজনে আটক করেছে র্যাব ১২ সদস্যরা।
শুক্রবার দুপুর ২ ঘটিকায় র্যাব-১২, সিরাজগঞ্জ হাটিকুল সদর দপ্তরের
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালিয়াহরিপুর ইউনিয়নস্থ ০৯ নং ওয়ার্ড এর চর রামগাতি গ্রামের বাদশা আলীর ছেলে রাশেদুল ইসলাম (২০), কে ০১ টি তলোয়ার, ০১টি ড্রেগার ০১টি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, ০১ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ হাতেনাতে
গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।