সিরাজগঞ্জে দূর্বৃত্তর আগুনে পুড়ে ছাই হয়ে গেলো কৃষকের হারভেস্টার মেশিন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
নিভৃত পল্লী গ্রামের কৃষক মোঃ সফর আলী ফকির । হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার স্বপ্ন দেখছিলেন তিনি। এরই মধ্যে আগুনে তার সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের তিন নং ওয়ার্ড পশ্চিম গুপির পাড়া গ্রামে দূর্বৃত্তর আগুনে পুড়ে যায় ছাই হয়ে যায় একটি ধান কাটা হারভেস্টার মেশিন। শনিবার গভীর রাতে ওই গ্রামের মৃত সোহরাব আলী ফকিরের ছেলে কৃষক মো. সফর আলী ফকিরের বাড়ির পাশে রাখা ধান কাটা হারভেস্টার মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষক মো. সফর আলী ফকির রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে হঠাৎ রাত্রি আনুমানিক তিনটার সময় বিকট শব্দ হয়। ঘরের বাহিরে গিয়ে দেখে মেশিনে আগুন জ্বলছে।মুহূর্তেই আগুনের লেলিহান শিখা মেশিনে চারিদিক ছড়িয়ে পড়ে। সফর আলীর ডাক-চিৎকারে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মেশিনটি অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।কৃষক সফর আলী বলেন, এই মেশিন টি দিয়ে মাত্র একটা সিজনের ধান কেটেছি। ৩১ লক্ষ ৫০ হাজার টাকা মূলের মেশিন কিস্তির উপর নিয়েছি। মাত্র আনুমানিক ৮ লক্ষ টাকা পরিশোধ করেছি। কাউকে সন্দেহ হয় কি না জানতে চাইলে তিনি বলেন, আমার কোন সে রকম শত্রু নেই তবে কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই মেশিন টি নিয়েছিলাম, আজ আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মহর আলী বলেন,খবর পেয়ে আমি ঘটনার স্থলে গিয়ে ছিলাম।এটা খুবই দুঃখের বিষয়। এ ধরনের কাজ যে করেছে সে আসলে মানুষ না মানুষ রুপি পশু। এ বিষয়ে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমাকে ফোন করে ছিল আমি বাহিরে থাকায় যেতে পারি নাই। শুনে খুবই খারাপ লাগলো। আমি গিয়ে। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু আওয়াল বলেন, আমাকে ফোন করে ছিল, আমি অফিসের কাজে ব্যস্থ থাকায় যেতে পারি নাই। আমি ঘটনার স্থল পরিদর্শন করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।