সিরাজগঞ্জে থ্যালাসেমীয়া রোগীর আর্থিক সহায়তা যাচাই বাছাই বিষয়ক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন রাজা :
জেলা সমাজসেবা কার্যালয়ে উদ্যাগে ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস থ্যালাসেমীয়া রোগীর আর্থিক সহায়তা যাচাই বাছাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার সকালে ১১ টায় শহীদ শামসুদ্দিন সম্মেলনে কক্ষ আলোচনা ও যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
এসময় অন্যান্যদের মধ্যে সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসিম রেজা নুর দিপু, সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন । ৯টি উপজেলার ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস ,স্ট্রোকে, প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমীয়া আক্রান্ত ২১২ জন রোগীকে আর্থিক সহায়তা করা হবে বলে জানা গেছে।