সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডেইরি ফার্মারস এসোসিয়েশনের খামারী সম্মেলন অনুষ্ঠিত ।

আজিজুর রহমান মুন্না ঃ

সিরাজগঞ্জ  জেলা প্রাণী সম্পদ বিভাগ ও   বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন সিরাজগঞ্জের আয়োজনে  খামারি সম্মেলন   অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসকের  কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,    মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব  এবং  প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণি অধিদপ্তরের প্রকল্প পরিচালক কাজী ওয়াসী উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় প্রাণি  সম্পদের উপ-পরিচালক কৃষিবিদ কল্যাণ কুমার ফৌজদার, কৃষিবিদ গোলাম রব্বানী,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন,  সহ-সভাপতি আলী আজম শিবলী, সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখরুজ্জামান ভূঁইয়া।  সঞ্চালক ছিলেন,বেলকুচি উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা অরুণ  অংশ মন্ডল, এবং ডাাঃ রেহানা পারভীন।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হারুন-অর রশীদ, শাহজাদপুর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উল্লাপাড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোর্শেদ উদ্দীন আহামদ, তাড়াশের প্রাণি সম্পদ  কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হানিফ, কামারখন্দের প্রাণি সম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ আঃ হাই, চৌহালীর প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে, এস,এম মুশাররফ হোসেন,    খামারি সিরাজগঞ্জ সদরের বোরহান উদ্দীন,নবীদুল ইসলাম, মিজানুর রহমান, আফরোজা পারভীন,  জহুরুল ইসলাম, কামারখন্দের সেলিম রেজা, কাজিপুরের হামিদুল ইসলাম, উল্লাপাড়ার আব্দুল মান্নান, কাজিপুরের হামিদুল ইসলাম, শাহজাদপুরের সামাদ ফকির, তাড়াশের আব্দুল ওয়াদুদ, চৌহালীর শাহিন রেজা, আব্দল হান্নান প্রমুখ। 

বক্তারা বলেন, ডেইরী  ফার্মের  রাজধানী জন্য সিরাজগঞ্জজেলা,  গরুর খুরা রোগ, রানী ক্ষেত রোগ সহ বিভিন্ন রোগের ভালো ঔষধ আমদানী করতে হবে। গুড়া দুধে ক্ষতিকারক দিক রয়েছে। বিদেশ থেকে গরুর মাংশ আমদানী করা যাবেনা, গরুর দুধের বাজারের সমতা আনতে হবে বলে বক্তারা জানান। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ডেইরি ফার্মারস এসোসিয়েশন করা হয়েছে। এতে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে  সভাপতি হয়েছেন, আলী আজম শিবলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম তালুকদার বাবলু।