সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক চালকসহ ০২যুবকের গলিত মরদেহ উদ্ধার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলার চন্ডালবয়ড়া গ্রামের আল আমিন (১৭) ড্রাইভারের কাজ শিখতে গিয়ে প্রথম দিনেই হলেন লাশ। সম্প্রতি আল আমিন তার প্রতিবেশি ড্রাইভারের সাথে ড্রাইভার হবার স্বপ্ন নিয়ে কাজ শিখতে হেলপার হিসেবে যোগ দেন।

গত ২১মে শনিবার ভদ্রঘাট এসিআই মিলের নিকট হতে ট্রাকের হেলপার আল আমিন ট্টাক সহ নিখোঁজ হয়। পরিবার তার অনেক খোজাখুজির পর সিরাজগঞ্জের কামারখন্দ থানায় একটি সাধারন ডায়েরি করে। আল আমিন পৌর এলাকার মাহমুদপুর আমতল রেলকলোনী মহল্লার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ওই ট্রাক চালক নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে কাঁচামাল নিয়ে কামারখন্দ উপজেলাুর ভদ্রঘাট এসিআই মিলে আসার পথে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে বুধবার দুপুরের দিকে পাবনার সাঁথিয়া উপজেলা এলাকা থেকে পুলিশ নিখোঁজ হওয়া ট্রাক থেকে তার অর্ধগলিত গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার পুলিশ একই এলাকার ভুইয়াগাঁতী বাঁশঝাড় থেকে ভ্যানচালক রাশেদুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন। সে বৃহস্প্রতিবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে কাজে আসার পর আর বাড়ি ফেরেনি। রায়গঞ্জ উপজেলার মাধাইনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ভ্যানচালক রাশেদুল ইসলাম (১৯)। পরিবারের লোকজন বহু খোঁজাখুজি করে তা সন্ধান মেলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। ওইদিন বিকেলে ওই বাঁশঝাড়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে ওই যুবকের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।