সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ ঢাকা রোডে পাথর বোঝাই ট্রাকচাপায় সজিব (২২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের নিউ ঢাকা রোডের মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন।
নিহত সজিব পৌরএলাকার মিরপুর মহল্লার রেজা শেখের ছেলে ও একই মহল্লার জহুরুলের ছেলে সুবেল গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে রাস্তার ড্রেনের কাজ চলছিল। সড়কের এক লেন বন্ধ থাকায় অপর লেনেই যানবাহন চলছিলো। কাটা ওয়াবদা হতে পাথর বোঝাই একটি ট্রাক মালশাপাড়া কবরস্থানের সামনে আসলে শহর থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দু’জনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়রা দু’ জনকে উদ্ধার করে করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকিএকজনকে মৃত ঘোষণা করে।
চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, হাসপাতালের আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। আহত আরেক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।